সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ওয়ানডে খেলেই প্রচারণায় নামছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে খেলেই প্রচারণায় নামছেন মাশরাফি

জাতীয় সংসদ নির্বাচনের জন্য নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার ওয়ানডে অধিনায়কের পক্ষে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি সুবাস চন্দ্র বোস। জেলা সভাপতি মনোনয়নপত্রটি সংগ্রহ করেন নড়াইলের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আনজুমান আরার কাছ থেকে। একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিতে বেশ কয়েকদিন আগে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। শোনা যাচ্ছিল মিরপুরে ইলিয়াস মোল্লার অঞ্চলে নির্বাচন করবেন। গতকাল সেই গুঞ্জনের অবসান হয়েছে। একই সঙ্গে আরও একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ক্রিকেট পাড়ায়। নির্বাচনের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না টাইগার অধিনায়ক। সর্বশেষ খবর মাশরাফি সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমে পড়বেন। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবারও নির্বাচন করছেন। ২০১৪ সালের নির্বাচনে নির্বাচিত দুর্জয় এবারও মানিকগঞ্জ-১ থেকে নির্বাচন করবেন। এছাড়া জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪ এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন করবেন কিশোরগঞ্জ-৬ থেকে।  ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। গতকাল বঙ্গবন্ধু এভিনিউ পার্টি অফিস থেকে প্রাথমিক প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। ইতিমধ্যে চট্টগ্রামে আড়াই দিনে টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। ৩০ নভেম্বর শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বর দ্বিতীয় এবং ১৩ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে। প্রথম দুটি মিরপুরে এবং শেষটি সিলেটে। ওয়ানডে সিরিজে মাশরাফির খেলা, না খেলা নিয়ে আলোচনার জন্ম নিলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, খেলার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মাশরাফির ওপর। সে চাইলেই খেলতে পারবে। টাইগার অধিনায়ক এ বিষয়ে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠজন জানিয়েছেন, মাশরাফি ওয়ানডে সিরিজ খেলেই নির্বাচনী প্রচারণায় নামবেন। এক বছর ধরে মাশরাফির নির্বাচনের বিষয়টি ভেসে বেড়াচ্ছিল দেশব্যাপী। যদিও সে কোনোদিন এ বিষয়ে মন্তব্য করেননি। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নড়াইল থেকে মাশরাফির নির্বাচন করার ইঙ্গিত দেন এবং একই সঙ্গে  ভোটও চান। ১১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মাশরাফি।

সর্বশেষ খবর