সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রক্ত ঝরল আর্জেন্টাইন ফুটবলে

ক্রীড়া ডেস্ক

রক্ত ঝরল আর্জেন্টাইন ফুটবলে

ফুটবলপাগল দেশ আর্জেন্টিনা। অথচ সেই দেশেই কিনা ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা ঘটল। শনিবার দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট বোকা লিবার্তাদোরেচার ফাইনালের আগে রক্ত ঝরল খেলোয়াড়দের। যার কারণে লেগের সেকেন্ড রাউন্ড ফাইনালে ম্যাচটি বাতিলই ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবলে বোকা জুনিয়ার্স আররিভার প্লেট চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তাদের খেলা মানেই টানটান উত্তেজনা, সমর্থকদের মধ্যে রোমাঞ্চ। তবে এই রোমাঞ্চ আর উত্তেজনাটা তো খেলার বদলে হলো বাইরে।

বাইরে বলতে দর্শকদের মারামারিই বোঝায়। কিন্তু দর্শকরা নয়। রিভার প্লেটের সমর্থকরা এই লজ্জাকর ঘটনা ঘটাল। বোকা জুনিয়ার্সের বহন করা বাসে ন্যক্কারজনক হামলা চালিয়েছে তাদের সমর্থকরা। এতে বাসে থাকা জুনিয়ার্সের ফুটবলাররা মারাত্মকভাবে জখম হয়েছেন। বাসের গ্লাস ভেঙে অনেকের চোখে ও বুকে ঢুকে গেছে। রিভার প্লেটের সমর্থকরা নাকি বিষাক্ত গ্যাসও ছুড়ে মারেন খেলোয়াড়দের দিকে। পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠে পুলিশ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। আহত ফুটবলারের বেশ কজনার অবস্থা নাকি আশঙ্কাজনক।

 

সর্বশেষ খবর