সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেষ মুহূর্তের গোলে বার্সার রক্ষা

ক্রীড়া ডেস্ক

শেষ মুহূর্তের গোলে বার্সার রক্ষা

বড় ব্যবধানে জিতলেও অবাক হওয়ার কিছু থাকত না। অথচ বার্সেলোনা হার এড়াল শেষ মুহূর্তে গোলে। শনিবার রাতে শক্তিশালী প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল মেসিদের। রিয়াল মাদ্রিদ আবারও হারলে লিগ জয়ের সম্ভাবনা এখনই তাদের ক্ষীণ হয়ে গেছে। বার্সা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল। অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে কি করে তা নিয়ে টেনশনে ছিলেন।

শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকলে সমর্থকদের উৎসাহ আর দেখে কে। যে কোনো সময় গোল হয়ে যাবে এই আশায় ছিলেন তারা। একের পর সুযোগও এসেছিল। কিন্তু জালে আর বল পাঠাতে পারছিল না। মেসিকে কড়া মার্কিংয়ে রাখার পরও লাভ হচ্ছিল না। সতীর্থদের ঠিকই বল জোগান দিয়ে গোল করার রাস্তা তৈরি করে দেন। নিজেও একাধিক সুযোগ পেয়েছেন কিন্তু বল আর জালে জড়াচ্ছিল না। বড় ম্যাচে এমনিতেই সুযোগ কম আসে। প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়। ৭০ ভাগ বল দখলে রাখার পরও গোলের দেখা না পাওয়ায় অস্থির হয়ে ওঠে বার্সা সমর্থকরা। দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিকো মাদ্রিদও নড়েচড়ে বসে। প্রতিপক্ষের দেওয়াল ভেঙে আক্রমণও চালাতে থাকে। তবে ৫৫ মিনিটে আত্মঘাতী গোল খেতে বসেছিল। ভাগ্যিস পোস্ট ঘেঁষে বল বাইরে চলে যায়। ৭৭ মিনিটে বার্সা শিবির নীরব হয়ে যায়। খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় অ্যাথলেটিকো। ফরাসি তারকা আস্তোনিও গ্রিজমানের মাপা কর্নার থেকে বল পেয়ে মাথা ছুইয়ে দেন দিয়েগো কস্তা। ১-০ গোলে পিছিয়ে যাওয়ার পর গোল শোধের জন্য মরিয়া উঠে মেসিরা। বড় ম্যাচে ৭৭ মিনিটে গোল খেলে ম্যাচে ফেরা অসম্ভব। হারলে শিরোপার রাস্তাটা পিচ্ছিল হয়ে যাবে। ৮২ আর ৮৭ মিনিটে মেসির দুর্দান্ত দুটি শট আটকে দেয় অ্যাথলেটিকোর রক্ষণভাগ। জয় পেতে পুরো দলই রক্ষণভাগে। তবু শেষ রক্ষা হলো না। ৮৮ মিনিটে বদলি উসমান ডেম্বেলের ক্রস থেকে বল পেয়েও গোল করতে পারেননি সার্জিও বুসকেটস। ৯০ মিনিটে ডেম্বেলে নিজেই বার্সাকে বিপদ থেকে উদ্ধার করেন। মেসির কাছ থেকে বল পেয়ে অ্যাথলেটিকোর গোলরক্ষক ওবলাকে পরাস্ত করেন এই ফরাসি উইঙ্গার। শেষ মুহূর্তের এই গোলেই ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বার্সা।

 

সর্বশেষ খবর