সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া ক্রিকেট দল —এএফপি

ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড হলেই যেন বাড়তি শক্তি ভর করে অস্ট্রেলিয়ার। সেটা ছেলে কিংবা মেয়ে। টি-২০ অথবা ওয়ানডে ক্রিকেট মানেই অস্ট্রেলিয়ার জয়। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে হেসে খেলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। গত ছয় আসরের চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হতে অস্ট্রেলিয়া মহিলা দল ৮ উইকেটের আকাশসম ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। পুরুষ ও মহিলা মিলিয়ে বিশ্বকাপের পাঁচটি আসরে ইংলিশদের হারিয়েছে অসিরা। কাকতালীয় হলেও সত্যি, ২০১৪ সালে মিরপুরে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১০৫ রানে আটকে ২৯ বল হাতে রেখে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৫ রানে গুটিয়ে যায় ইংলিশ মহিলা দল। দলটির পক্ষে মাত্র দুজন দুই অংকের রান করেন। ওপেনার ড্যানিয়েল ওয়াট করেছেন ৩৭ বলে ৪৩। অধিনায়ক হিদার নাইট ২৫ রান করেছেন ২৮ বলে ২৫। বাকি ৯ জনের মিলিত যোগফল ৩৭! অসিদের পক্ষে অফ স্পিনার অ্যাশলি গার্ডনার ২২ রানে ৩টি, লেগ স্পিনার মেগান শুট ও পেসার জর্জিয়া ওয়ারহ্যাম নিয়েছেন ২টি করে উইকেট। ১০৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৯ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি ২০ বলে ২২, বেথ মুনি ১৫ বলে ১৪ রান করেন। ফাইনালের সেরা খেলোয়াড় ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৬ বলে ৩ ছক্কায়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন অ্যালিসা হিলি ৫ ম্যাচে ২২৫ রান করে।

 

সর্বশেষ খবর