রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আফ্রিকার সেরা সালাহ

ক্রীড়া ডেস্ক

আফ্রিকার সেরা সালাহ

টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হওয়ার জন্য উপযুক্ত মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। বিবিসি এই স্বীকৃতিটা দিয়েই দিল। প্রতি বছরই আফ্রিকার সেরা ফুটবলারকে পুরস্কৃত করে বিবিসি। গতবার এই পুরস্কারটা জিতেছিলেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। এবারেও জিতলেন। ২৬ বছর বয়সী এই তারকা ফুটবলার গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন। মাত্র ৫২ ম্যাচে করেছিলেন ৪৪ গোল। তিনি মেদি বেনাতিয়া, কালিদু কলিব্যালি, স্যাডিও মানে এবং থমাস পার্টেকে হারিয়ে বিবিসির বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন। পুরস্কারটা জিতে সালাহ বলেন, ‘এটা দারুণ এক অনুভূতি। আমি সত্যিই খুবই আনন্দিত।’ তবে এখানেই তিনি থেমে থাকতে চান না। পরেরবারও এই পুরস্কারটা জিততে চান সালাহ। সালাহর আগে টানা দুবার বিবিসির বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছিলেন নাইজেরিয়ার জে জে ওকুচা (২০০৩ ও ২০০৪)। দুবার এই পুরস্কারটা জিতেছেন আইভরি কোস্টের ইয়া তোরেও (২০১৩ ও ২০১৫)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর