বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হার এড়াল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

চতুর্থ দিন একটি উইকেটেরও পতন হয়নি। অ্যাঞ্জেলি ম্যাথিউস ও  জেহান মেন্ডিস দৃঢ়তার সঙ্গে ব্যাট করে গোটা দিন পার করেন। তারপরও ফলোঅনে ফেলা নিউজিল্যান্ড জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু গতকাল পঞ্চম দিন স্বাগতিকদের জয়ের স্বপ্ন ভেস্তে যায় বৃষ্টিতে। চালকের আসনে বসেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি নিউজিল্যান্ড। গতকাল গোটা দিনে খেলা হওয়ার কথা ছিল ৯০ ওভার। কিন্তু বৃষ্টিতে খেলা হয়েছে মাত্র ১৩ ওভার। তাতে আগের দিনের ৩ উইকেটে ২৫৯ রানের সঙ্গে দুই অপরাজিত ব্যাটসম্যান মেন্ডিস ও ম্যাথিউস যোগ করেছেন মাত্র ২৮ রান। সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল ২৮২ রান। জবাবে ব্ল্যাক ক্যাপসদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৫৭৮ রান। ওপেনার টম ল্যাথাম ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়েন। ২৬৪ অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ল্যাথাম। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিয়েস্টার কুকের, অপরাজিত ২৩৩ রান। আগের দিনের ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নেমে গতকাল ১৩ ওভার ব্যাটিং করেন দ–ই লঙ্কান। দুজনেই কেউ রানের প্রতি আগ্রহী ছিলেন না। তাই স্কোর বোর্ডে রান উঠেছে ২৮। ড্র টেস্টে ম্যাথিউস অপরাজিত ছিলেন ১২০ রানে। মেন্ডিস খেলেছেন ১৪১ রানের অপরাজিত ইনিংস। সিরিজের ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট শুরু হবে বুধবার, ২৬ ডিসেম্বর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর