শিরোনাম
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-আবাহনী মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে বিরল ঘটনাই বলা যায়। এক মৌসুমে প্রথম টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয়ে পরের টুর্নামেন্টে দুই দল সেমিফাইনালে খেলেছে এমনটি কখনো ঘটেনি। স্বাধীনতা কাপ ফুটবল সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। ফেডারেশন কাপে ফাইনালে লড়ে আবাহনী ও বসুন্ধরা কিংস। হাইভোল্টেজ ম্যাচে আবাহনী জিতে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

বড় দুই দলের যেখানে ফাইনালে দেখা হওয়ার কথা। সেখানে কিনা সেমিফাইনালে লড়ছে। ফাইনালের উত্তাপ সেমিফাইনালের দেখা মিলবে। বড় দুই দলের সেমিফাইনালের লড়াই নতুন নয়। এর আগেও হয়েছে। বিশেষ করে মোহামেডান-আবাহনী অনেক টুর্নামেন্টেই ফাইনালের বদলে সেমিতে খেলেছে। কিন্তু পর পর দুই টুর্নামেন্টে ফাইনাল আর সেমিফাইনালে লড়েনি।

বসুন্ধরা কিংস এবারই প্রথম পেশাদার লিগে খেলবে। তার আগেই তাদের অভিষেক হয়েছে ফেডারেশন কাপের ট্রফি জিতলে নতুন এক ইতিহাস হতো। কেননা অভিষেক আসরে কোনো দলের কোনো ট্রফি জেতার কৃতিত্ব নেই। ফাইনালে হেরে সেই ইতিহাস গড়া সম্ভব হয়নি কিংসের। তবে সুযোগ এখনো শেষও হয়ে যায়নি। স্বাধীনতা কাপ জিতলেই রেকর্ডটি ছুঁয়ে ফেলবে বসুন্ধরা কিংস। তবে পাড়ি দিতে হবে দুই ম্যাচে। আজ আবাহনীকে হারাতে হবে। তারপর ফাইনালে বিজয়।

পারবে কি বসুন্ধরা কিংস নাকি মৌসুমে দ্বিতীয় ট্রফি জয়ের পথে এগিয়ে যাবে আবাহনী। শক্তির বিচারে দুই দলকেই ফিফটি ফিফটি বলা যায়। তবে বসুন্ধরার আশা-ভরসার প্রতীক বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিনড্রেস। তার ক্যারিশমার ওপর নির্ভর করছে বসুন্ধরার ভাগ্য। সত্যি বলতে কি কিংসের আক্রমণভাগ শক্তিশালী হলেও রক্ষণভাগ এখনো গুছিয়ে উঠতে পারেনি। প্রতিটি ম্যাচেই রক্ষণভাগে দুর্বলতার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে। তা না হলে কোয়ার্টার ফাইনালে যেখানে রহমতগঞ্জের পাত্তা পাওয়ার কথা নয়। সেখানে কিনা দুবার পিছিয়ে গিয়ে টাইব্রেকারে ম্যাচ জিততে হয়।

সর্বশেষ খবর