বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মরিনহোর স্থানে সোলসার

ক্রীড়া ডেস্ক

মরিনহোর স্থানে সোলসার

এক সময় স্যার আলেক্স ফার্গুসনের বড় প্রিয়পাত্র ছিলেন নরওয়ের ফরোয়ার্ড ওলে গুনার সোলসার। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলেছেন। এই সময়ের মধ্যে ৩৬৬ ম্যাচ খেলে ১২৬ গোল করেছেন সোলসার। ইংলিশ প্রিমিয়ার লিগে ছয়টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১টি শিরোপা জিতেছেন। ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানইউ। নরওয়ে জাতীয় দলের জার্সিতেও ৬৭ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন তিনি। দীর্ঘদিন ম্যানইউতে খেলা সোলসারের কাঁধেই মৌসুমের বাকি সময়ের জন্য ক্লাবের দায়িত্ব তুলে দিল কর্তৃপক্ষ।

দায়িত্ব পাওয়ার পর ক্লাবের সোলসার বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমার হৃদয়ে রয়েছে। এই দায়িত্ব নিয়ে ক্লাবে ফেরাটা দারুণ ব্যাপার। খুবই ভালো একটা দল। সবার সঙ্গে কাজ করতে আমি অপেক্ষায় আছি।’ সাবেক এই ম্যানইউ তারকা গত তিন বছর ধরে নরওয়ের ক্লাব মলডের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি কিছুদিন কার্ডিফ সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর