বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আর্জেন্টিনা চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে আমিরাত

ক্রীড়া ডেস্ক

ফিফা ক্লাব বিশ্বকাপে ২০১৬ সালে প্রথম এশিয়ান ক্লাব হিসেবে ফাইনাল খেলেছিল জাপানের কাশিমা অ্যান্টলারস। সেবার তারা হেরেছিল রিয়াল মাদ্রিদের কাছে। দ্বিতীয় এশিয়ান ক্লাব হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল সংযুক্ত আরব আমিরাতের আল আইন। সেমিফাইনালে তারা হারিয়েছে কোপা লিবারতেদরস কাপে শিরোপাজয়ী আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ম্যাচটা আল আইন জিতেছে ৫-৪ ব্যবধানে।

ফিফা ক্লাব বিশ্বকাপের স্বাগতিক শহর আল আইনের হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আল আইন। গোল করেন এরিক বার্গ। অবশ্য ১১ ও ১৬তম মিনিটে দুটি গোল করে রিভার প্লেটকে এগিয়ে দেন রাফায়েল বররে। প্রথমার্ধটা এগিয়ে থেকেই শেষ করে আর্জেন্টাইন ক্লাব। তবে ৫১তম মিনিটে কায়ো লুকাসের গোলে সমতায় ফিরে মধ্যপ্রাচ্যের ক্লাব আল আইন। অতিরিক্ত ত্রিশ মিনিট খেলেও আর এই সমতা দূর করতে পারেনি কোনো দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রিভার প্লেটের পঞ্চম পেনাল্টি শটটা রুখে দেন আল আইনের গোলরক্ষক। এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

সর্বশেষ খবর