শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনী ইশতেহারে ক্রীড়াঙ্গন

ক্রীড়া প্রতিবেদক

নির্বাচনী ইশতেহারে ক্রীড়াঙ্গন

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্য দলগুলোও তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ১৯৮৬ সাল থেকে জাতীয় নির্বাচনে বিভিন্ন দল থেকে ক্রীড়াবিদ ও সংগঠকরা অংশ নিচ্ছেন। এবার নির্বাচনেও ক্রীড়াঙ্গনের অনেকেই মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে বড় চমক হচ্ছে জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন নড়াইল ২ আসন থেকে। এই প্রথম কোনো ক্রীড়াবিদ জাতীয় দলে খেলা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়েছেন। জিতে গেলে নতুন এক বিশ্বরেকর্ড গড়বেন মাশরাফি। এর আগে কেউ ক্যারিয়ারে ইতি টানার আগে নির্বাচিত হননি। আরও বেশ কজন সাবেক খেলোয়াড় নির্বাচনে অংশ নিলেও মাশরাফি থাকায় আওয়ামী লীগের ইশতেহারে ক্রীড়াঙ্গন নিয়ে কি থাকে আগ্রহের সৃষ্টি হয়।

আওয়ামী লীগ ও বিএনপির ইশতেহারে ক্রীড়াঙ্গন প্রাধান্য পেয়েছে। তবে তুলনামূলকভাবে আওয়ামী লীগ গুরুত্ব দিয়েছে বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া পরিবারের লোক। খেলাধুলার প্রতি তার আলাদা টান থাকবে এটাই স্বাভাবিক। লক্ষ্য করা যাচ্ছে শত ব্যস্ততার মধ্যে শেখ হাসিনা ক্রিকেট ও ফুটবল মাঠে ছুটে যান। সুনীল গাভাস্কারের মতো বিখ্যাত ক্রিকেটার বলেছেন, ‘খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা দেখে আমি অভিভূত।’ এসব কারণে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নতুনত্ব আশা করে ক্রীড়ামোদীরা। মঙ্গলবার আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০ বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশের ক্রীড়া ক্ষেত্রে যে অগ্রগতি ও অর্জন হয়েছে তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন প্রতিশ্র“তিও দেওয়া হয়েছে। ইশতেহারে যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে মুক্ত এবং  সুস্থ দেহ ও সাহসী মনের অধিকারী জীবন গড়ে তুলতে ক্রীড়ার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিভাবান ক্রীড়াবিদ, যোগ্য প্রশিক্ষক, ক্রীড়া অবকাঠামো ও ক্রীড়ামোদী জাতি গড়ে তুলতে তাদের প্রতিশ্র“তি ও কর্মতৎপরতার কথা উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের ইশতেহারে। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সাফল্য ও অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুরুষদের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল,  এশিয়া কাপ রানার্স আপ। মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন। ফুটবলে সাফ মেয়েদের সাফল্য ও কিশোর ফুটবলারদের দাপটের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। হকির মান বৃদ্ধির কথাও ইশতেহারে তুলে ধরা হয়েছে। ৫৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, সিলেটে বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিকমানে রূপ নেওয়াসহ আরও অবকাঠামো নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। পুনরায় ক্ষমতায় এলে দেশের খেলাধুলা নিয়ে আওয়ামী লীগের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ইশতেহারে তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের ইশতেহারে ক্রীড়াঙ্গন নিয়ে যতটা সরব সে তুলনায় বিএনপি ইশতেহারে নীরবই মনে হয়েছে। মঙ্গলবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ইশতেহারে খেলাধুলা নিয়ে মাত্র দুটি বাক্য লেখা হয়েছে। প্রতিশ্র“তির উল্লেখযোগ্য দিক হচ্ছে-প্রতি জেলার একটি করে আধুনিক প্রযুক্তিনির্ভর ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠান। আগামী পাঁচ বছরের মধ্যে খেলাধুলার কয়েকটি ক্ষেত্রে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ যেন একটি গ্রহণযোগ্য স্থান করে নিতে পারে সেই লক্ষ্যে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি ক্ষমতায় এলে।

সর্বশেষ খবর