শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এ কেমন আচরণ

ক্রীড়া প্রতিবেদক

খেলায় হারজিত থাকবেই। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলে দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে ফাইনালে উঠে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। যদিও আবাহনীর বেলফোর্ট অফসাইডে দাঁড়িয়ে গোলটি করেন। রেফারি তা এড়িয়ে যান। এ নিয়ে বসুন্ধরা কিংস তেমনভাবে আপত্তিও তোলেনি। টাইব্রেকারে জিকোর ম্যাজিকে জিতে ফাইনালে উঠে যায় বসুন্ধরা কিংস।

এর আগে ফেডারেশন কাপ ফাইনালে বসুন্ধরা কিংস আবাহনীর কাছে হারলেও দলটির সমর্থকরা নীরবভাবে মাঠ ছেড়েছে। কিন্তু গতকাল হারার পর আবাহনীর সমর্থকরা রীতিমতো হামলা চালায় বসুন্ধরা কিংস সমর্থকদের ওপর। যদিও বড় কোনো অঘটন ঘটেনি কিন্তু আবাহনী সমর্থকদের এমন আচরণে প্রশ্ন উঠেছে হারলেই কী মাথা গরম করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর