শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বার্সাকে ছাড়িয়ে যাবে রিয়াল!

ক্রীড়া ডেস্ক

বার্সাকে ছাড়িয়ে যাবে রিয়াল!

রিয়াল মাদ্রিদ কি বার্সেলোনাকে ছাড়িয়ে যেতে পারবে! গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে হারিয়ে তিন নম্বর শিরোপা জিতে কাতালানদের স্পর্শ করেছিল লস ব্ল্যাঙ্কোসরা। দুই দলই ফিফা ক্লাব বিশ্বকাপে তিনবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বার্সেলোনা জিতেছে ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতেছে ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে। রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে আরও একবার উঠে এসেছে এই অভিজাত টুর্নামেন্টে। সেমিফাইনালে জাপানি ক্লাব কাশিমা অ্যান্টলাসকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। এখানে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। আজকের ফাইনালে জিতলেই বার্সেলোনাকে ছাড়িয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসরা। ফিফা ক্লাব বিশ্বকাপে কখনই কোনো এশিয়ান ক্লাব চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথমবার এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল জাপানি ক্লাব কাশিমা অ্যান্টলাস। দুই বছর আগে তারা ফাইনালে হেরেছিল রিয়াল মাদ্রিদের কাছে। দ্বিতীয় এশিয়ান দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল আল আইন। তারা সেমিফাইনালে হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে। ল্যাটিন চ্যাম্পিয়নদের হারিয়ে আল আইনের আত্মবিশ্বাস অনেকটা উঁচুতে। রোনালদোহীন রিয়ালের বিপক্ষে জয় পেতে মরিয়া তারা।
রোনালদো দলছুট হলেও এগিয়ে রিয়াল মাদ্রিদ বেশ সামলে নিয়েছে আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে। একের পর এক জয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে গেরেথ বেলের হ্যাটট্রিকে ফাইনালে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এবার জিতলেই রেকর্ড গড়বে তারা। দেখা যাক, আল আইন প্রথম এশিয়ান ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতে নাকি রিয়াল মাদ্রিদ বার্সাকে ছাড়িয়ে যায়!

 

সর্বশেষ খবর