রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বপ্নের এক বছর মডরিচের

ক্রীড়া ডেস্ক

স্বপ্নের এক বছর মডরিচের

গোল্ডেন বল

বছরটা এত সুন্দরভাবে কাটবে লুকা মডরিচই ভাবেননি। বিশ্বকাপে খেলবে কি না যেখানে শঙ্কা ছিল, সেখানে কিনা ক্রোয়েশিয়া রানার্সআপ। যে গ্রুপে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মতো শক্তিশালী দল ছিল সেখানে তো ক্রোয়েশিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা নয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। সত্যি বলতে কি দক্ষিণ কোরিয়াকে নিয়েও ফুটবল বিশ্লেষকরা আলোচনা করেছেন। কিন্তু কেউ ভুলেও ক্রোয়েশিয়ার নাম মুখে আনেননি।

আনবেই বা কিভাবে? ক্রোয়েশিয়া তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মতো দল ছিল না। সেখানে কি না স্বপ্নের ফাইনালে। টিম স্পিরিটের কারণে এই সাফল্য। তবে বড় ভূমিকা ছিল লুকা মডরিচের। তার জাদুকরি পারফরম্যান্সের কাছে প্রতিপক্ষরা ঘায়েল হয়েছে। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্ব জয় করা সম্ভব হয়নি। তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন মডরিচ। এরপর যেন স্বপ্নের বছর কাটল রিয়ালে খেলা ক্রোট মডরিচের। উয়েফা বর্ষ ও ফিফা বর্ষ সেরা পুরস্কার জিতে নিলেন। শেষ হলো ব্যালন ডিঅর জিতে। যে পুরস্কার মেসি ও রোনালদোর হয়ে গিয়েছিল। ১০ বছরের সেই দৃশ্য পাল্টে দিলেন মডরিচই। জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মডরিচ স্বীকার করেছেন বছরটা এত সুন্দর হবে তা ভাবতেই পারিনি। সবকিছু হয়েছে সতীর্থদের সহযোগিতায়।

উয়েফা সেরা


ফিফা বর্ষসেরা ব্যালন ডিঅর


 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর