রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আইসিসির হুমকি ভারতকে

ক্রীড়া ডেস্ক

আইসিসির হুমকি ভারতকে

হয় ক্ষতিপূরণের টাকা দাও না হয় বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাবে। এমন ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) প্রচ্ছন্ন হুমকি দিয়েছে ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি। সংস্থাটি বিসিবিআইয়ের কাছে ক্ষতিপূরণের অর্থ দাবি করে বলেছে, যদি ৩১ ডিসেম্বরের মধ্যে অর্থ ফেরত না দেয়, তাহলে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারাবে। আইসিসির বর্তমান সভাপতি বিসিসিআইয়ের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। তিনি এখন তার সাবেক বোর্ডের কাছে ক্ষতিপূরণের অর্থ দাবি করছেন। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন করলেও সেখান থেকে কোনো রেভিনিউ আইসিসিকে দেয়নি ভারতীয় সরকার। এজন্য ২৩ মিলিয়ন ডলার দাবি করেছে আইসিসি। যদি ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা না পায়, তাহলে আইসিসি চলতি অর্থ বছরে ভারতের রাজস্ব থেকে সমপরিমাণ অর্থ কেটে নিবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর