রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সঠিক ট্র্যাকে হাঁটছেন স্মিথ

ক্রীড়া ডেস্ক

সঠিক ট্র্যাকে হাঁটছেন স্মিথ

নিষেধাজ্ঞা এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় বাকি প্রায় তিন মাস। ব্যাট হাতে আবারও ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বল টেম্পারিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে এক বছর নিষিদ্ধ হয়েছেন সব ধরনের ক্রিকেটে। অথচ গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বল টেম্পারিং করেছিলেন পেসার ক্যামেরন ক্রাফট। তাকে নিষিদ্ধ করা হয় ৯ মাসের জন্য। কিন্তু স্মিথ ও তার সহকারী ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার ৯ মাস পেরিয়েছে। এই সময়ে একবারও মিডিয়ার মুখোমুখি হননি স্টিভ স্মিথ। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিডিয়ার মুখোমুখি হযেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সিডনিতে মিডিয়ার মুখোমুখিতে জানান, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন সঠিক ট্র্যাকে আছেন, ‘আমি এখন ঠিক পথে আছি। দক্ষিণ আফ্রিকায় ওই ঘটনার পর ভেঙে পড়েছিলাম। এরপর অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। এখন আর সেসব নেই। সেসব কাটিয়ে আমি এখন ঠিক আছি, সঠিক পথেই এগোচ্ছি।’

সর্বশেষ খবর