রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্ভার নেইমার

ক্রীড়া ডেস্ক

নির্ভার নেইমার

পিএসজি শুধু ফ্রান্সের নয়, বিশ্ব ফুটবলে সেরা ক্লাবের একটি। অথচ এই বিখ্যাত দলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের রেকর্ড নেই। এমন কি কখনো ফাইনাল খেলতে পারেনি। এবারও সম্ভাবনা ক্ষীণই বলা যায়। কেননা নকআউট অর্থাৎ শেষ ষোলোর লড়াইয়ে খেলতে হবে ইংলিশ শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ইংল্যান্ডের সবচেয়ে সফল দল ম্যানইউর সময়টা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে। এই হারে কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সোলসারকে। ইলিংশ লিগে ম্যানইউ শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছে। অন্য দিকে পিএসজি ফরাসি লিগে সুবিধাজনক অবস্থানে। যতই ক্রান্তিকাল হোক না কেন দলটা ম্যানচেস্টার ইউনাইটেড। এখানে পিএসজিকে কোনোভাবে নিরাপদ বলা যাবে না। এমন শক্তিশালীর বিপক্ষে পিএসজি জিতে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে কি? নেইমার বলেছেন ম্যানইউকে পেয়ে আমি খুশি। আমার বিশ্বাস নকআউট পর্বে জিতে আমরা শেষ আটে যাবো।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর