বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকায় ভোট চাইলেন আসলাম কায়সাররা

ক্রীড়া প্রতিবেদক

নৌকায় ভোট চাইলেন আসলাম কায়সাররা

নৌকার পক্ষে ভোট চাইলেন সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্যরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন ক্রীড়াবিদ ও সংগঠকরা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সম্মিলিত ক্রীড়া পরিবারে ব্যানারে নৌকার পক্ষে ভোট চেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, শেখ মো. আসলাম, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনি, আবদুল গাফ্ফার, সত্যজিত দাশ রূপু, হাসানুজ্জামান খান বাবলুসহ অন্য তারকা ফুটবলাররা।

দেশের কিংবদন্তি সাতারু মোশাররফ হোসেন, সাবেক জাতীয় ব্যাডমিন্টন মহিলা এককে চ্যাম্পিয়ন মরিয়ম তারেক মহিলা কুস্তিগীর শিরিন সুলতানা এই প্রচারে উপস্থিত ছিলেন। সম্মিলিত ক্রীড়া পরিবারের সাধারণ সম্পাদক অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেন, ‘গত ১০ বছরে ক্রীড়াঙ্গনে অভাবনীয় উন্নয়ন ঘটেছে। উন্নয়নে ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের জয় জরুরি হয়ে পড়েছে। দেশের উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে জনগণকে আমরা নৌকায় মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশ বরেণ্য সংগঠক হারুনুর রশিদও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। চুন্নু, আসলাম, কায়সাররাও নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানান। আসলাম বলেন, শেখ হাসিনা একজন ক্রীড়া পরিবারের লোক। ১০ বছরে তার সহযোগিতায় খেলাধূলায় আকাশছোয় সাফল্য এসেছে। শুধু ক্রীড়াঙ্গন নয় দেশব্যাপী উন্নয়ন হয়েছে। আমরা চাই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগ পুনরায় ক্ষামতায় আসুক। আমার বিশ্বাস জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।’ চুন্নু বলেন, উন্নয়নে নৌকার বিকল্প নেই। জনগণকে আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে বিজয়ী করার। অনুষ্ঠানে ১০ বছরে বিভিন্ন খেলাধুলার সাফল্যের দৃশ্য ভিডিও ফুটেজ জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়।

 

 

সর্বশেষ খবর