শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সেঞ্চুরিয়ন টেস্ট

স্টেইনের রেকর্ড, অলিভারের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

স্টেইনের রেকর্ড, অলিভারের ৫ উইকেট

পাকিস্তানের ওপেনার ফখর জামানের উইকেট নিয়েই ইতিহাস সৃষ্টি করলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন।  শন পলককে টপকে স্টেইন এখন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি (৪২২উইকেট) বোলার তিনি। তবে সেঞ্চুরিয়ন টেস্টের দিন নিজের করে নিয়েছেন পেসার অলিভার। এই প্রোটিয়া ৩৭ রানে নিয়েছেন ৬ উইকেট। সেঞ্চুরিয়নে মাত্র ১৮১ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার গতি তারকাদের সামনে একাই লড়াই করেছেন বাবর আজম। খেলেছেন ৭১ রানের ইনিংস। গতকাল শেষ পর্যন্ত লড়াই করেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দ্রুত গতিতে হাফ সেঞ্চুরি তুলে নেন আজম। তার ৭১ রানের ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ৬০। আজমের ঝড়ো ব্যাটিংয়ের জন্যই ১১১ রানে অষ্টম উইকেট পতনের পরও ১৮১ রান করতে পেরেছে পাকিস্তান।

সেঞ্চুরিয়ন টেস্টে দুই সেশনও পুরোপুরি ব্যাটিং করতে পারেননি সফরকারীরা। পাকিস্তান অলআউট হয়েছে ৪৭ ওভারেই। গতকাল দারুণ বোলিং করেছেন কাগিসো রাদাবাও। এই প্রোটিয়া পেসার নিয়েছেন ৩ উইকেট। তবে স্টেইনের মাইলফলক আর অলিভারের ৬ উইকেট শিকারের দিনে অনেকটাই ম্লান তিনি।

পাকিস্তান ১৮১/১০, দ. আফ্রিকা ১২৭/৫

সর্বশেষ খবর