বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্রাইস্টচার্চে উইকেট বন্যা

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একদিনে ১৪ উইকেটের পতন ঘটেছে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে অলআউট করে দেওয়ার পর শ্রীলঙ্কারও ৪ উইকেটের পতন ঘটেছে। কালকের দিনটি ব্যাটে বলে দাপট দেখিয়ে নিজের করে নিয়েছেন কিউই অলরাউন্ডার টিম সাউদি। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন তিন উইকেট।

গতকাল নিউজিল্যান্ড শেষের ৬ রানেই হারিয়েছে চার উইকেট। ঝড়ো ইনিংস খেলে সাউদি দলীয় ১৭২ রানের মাথায় আউট হয়ে যাওয়ার পর বালির বাঁধের মতো ভেঙে পড়ে ব্লাক ক্যাপসদের লোয়ার অর্ডার। লঙ্কান   পেসার সুরঙ্গা লাকমল ৫৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।

স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি লঙ্কানরা। মাত্র ২১ রানেই তারা তিন উইকেট হারিয়ে ফেলেন। আর প্রথম তিন উইকেটই শিকার করেছেন সাউদি। শ্রীলঙ্কা তাদের চতুর্থ উইকেট হারায় দলীয় ৫১ রানে। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও রোশেন সিলভা ৩৭ রানের অপরাজিত জুটি গড়ে দিনটি   পার করেন।

সর্বশেষ খবর