শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসিকে কৈফিয়ত দিতে হয় ছেলের কাছে

ক্রীড়া ডেস্ক

মেসিকে কৈফিয়ত দিতে হয় ছেলের কাছে

কার্লোস পুয়ল, জাভি হার্নান্দেজ এবং ইনিয়েস্তার বিদায়ের পর লিওনেল মেসিই এখন বার্সেলোনার অধিনায়ক। বেশ ভালোভাবেই এই দায়িত্বটা পালন করছেন মেসি। কিন্তু মাঝে-মধ্যেই ছয় বছরের ছেলে থিয়াগোর কাছে কৈফিয়ত দিতে হয় আর্জেন্টাইন জাদুকরকে। বিশেষ করে বার্সেলোনা খারাপ খেললে। ড্র করলে কিংবা হেরে গেলে। দোষটা যেন মেসিরই। বার্সেলোনাকে জয় উপহার দেওয়ার দায়িত্বটা যেন বাবা মেসিরই! বাপ-বেটা ফুটবল নিয়ে গভীর আলোচনা করেন প্রায়ই। মেসি বলেন, ‘আমরা খেলাটা নিয়ে গভীর আলোচনা করি। সবকিছুই থাকে এই আলোচনায়।’ থিয়াগোও এই আলোচনায় অংশ নিয়ে বেশ মজা পায়। এমনকি মাঝে-মধ্যে মেসিকে প্রশ্ন করে বিব্রতও করে দেয়। মেসি বলেন, ‘হ্যাঁ, আমি এরই মধ্যে ছেলের কাছে বেশ সমালোচনার শিকার হয়েছি। সে বার্সেলোনা, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ ভালোভাবেই দেখে। এটা সে খুব পছন্দ করে। যখন খেলাটা খারাপ হয় তখন প্রশ্নও করে। হেরে গেলে প্রশ্ন করে, কেন আমরা জিততে পারলাম না। আমাকে উত্তর দিতে বাধ্য করে সে।’ ছয় বছর বয়সেই মেসির ছেলে যেভাবে ফুটবলের ভক্ত হয়ে উঠছে, বড় হয়ে সেও হয়তো ফুটবলারই হতে চাইবে!

সর্বশেষ খবর