রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফুটবলারদের নির্বাচনী ছুটি

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলারদের নির্বাচনী ছুটি

ফেডারেশন কাপের পর শেষ হয়ে গেল স্বাধীনতা কাপ ফুটবল। এখন পেশাদার লিগের পালা। লিগ কমিটির ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুটবলে দেশসেরা এই আসর মাঠে গড়ানোর কথা। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে লিগ হবে। সব কিছু নির্ভর করছে নির্বাচনের পর দেশের পরিস্থিতি কেমন থাকে। তাছাড়া ঢাকার বাইরে ভেন্যুগুলো এখনো প্রস্তুত নয়। অনেক ভেন্যুর সংস্কার করতে মাস গড়িয়ে যাবে। তাই এখানো দেখা দিতে পারে  জটিলতা। লিগ সহসা হচ্ছে না। তাই অধিকাংশ ক্লাবই তাদের ফুটবলারদের ছুটি ঘোষণা করেছে। বিদেশি ফুটবলার ও কোচরা দেশে ফিরে গেছে। স্বাধীনতা কাপ শেষের পর বসুন্ধরা কিংসসহ অন্য শীর্ষ স্থানীয়  ক্লাবগুলো ক্যাম্প সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। অবশ্য কোনো ফুটবলার যদি নিজ উদ্যোগে প্রশিক্ষণ করতে চান তা করতে পারেন। জানুয়ারি প্রথম সপ্তাহের পর আবার ক্যাম্প শুরু হবে।

সর্বশেষ খবর