সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

লড়াই হবে হাড্ডাহাড্ডি

এবার শক্তির বিচারে লিগে লড়াই হতে পারে পাঁচ দলের মধ্যে। নবাগত হলেও বসুন্ধরা কিংস শক্তিশালী দল গড়েছে। বিশ্বকাপ খেলা কোস্টারিকার কলিনড্রেসকে উড়িয়ে এনেছে

ক্রীড়া প্রতিবেদক

লড়াই হবে হাড্ডাহাড্ডি

পেশাদার ফুটবল লিগে সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ঢাকা আবাহনীর। প্রথম তিন আসরে টানা তিনবার জিতে হ্যাটট্রিক শিরোপার রেকর্ড রয়েছে দলটির। আগের দুবার চ্যাম্পিয়ন হওয়ায় আবারও হ্যাটট্রিক শিরোপার হাতছানি আবাহনীর। সেই লক্ষ্যে শক্তিশালী দলও গড়েছে তারা। মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে জানান দিয়েছে তারা লিগ জয়ের সামর্থ্য রাখে। তবে এবারের লড়াইটা হবে অন্যরকম।

এক সময়ে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকতো আবাহনী-মোহামেডানের মধ্যেই। মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ইউনিয়নও দাপট দেখিয়েছে। কালের বিবর্তনে এখন সেসব স্মৃতিই বলা যায়। ঢাকা আবাহনী তাদের সুনাম ধরে রাখলেও মোহামেডানের অবস্থা বড্ড নাজুক। ১০ আসরে তিনবার রানার্স আপ হলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এখন চার বা পাঁচে থাকাটাই তাদের জন্য চ্যালেঞ্জের। শেখ জামাল ও শেখ রাসেল ১ বার লিগ জিতেছে। এবার শক্তির বিচারে লিগে লড়াই হতে পারে পাঁচ দলের মধ্যে। নবাগত হলেও বসুন্ধরা কিংস শক্তিশালী দল গড়েছে। বিশ্বকাপ খেলা কোস্টারিকার কলিনড্রেসকে উড়িয়ে এনেছে। মৌসুমের প্রথম দুই টুর্নামেন্টে ফাইনাল খেলেছে তারা। ফেডারেশন কাপে রানার্সআপ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তুলনা করলে লিগে টপ ফেবারিট বসুন্ধরা কিংসই। কিন্তু লড়াইটা লিগের বলে ভিন্ন কথা। শেখ রাসেল ক্রীড়া চক্রও দুই টুর্নামেন্টে নিজেদের শক্তির সামর্থ্যরে পরিচয় দিয়েছে। ফেডারেশ কাপে সেমিফাইনাল ও স্বাধীনতা কাপে রানার্সআপ হয়েছে। ২০১২-১৩ মৌসুমে লিগ জেতার পর দলটি ট্রফি শূন্য। যে দল গড়েছে তাতে শেখ রাসেলের লিগ জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তারুণ্যনির্ভর দল গড়লেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবও কম যাবে না। ফেডারেশন কাপে সেমিতে খেললে স্বাধীনতা কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। দুই টুর্নামেন্টের ভুল ত্রুটি শুধরিয়ে তারা লিগে নতুন উদ্যমে নামতে চায়। সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীও লিগে লড়াই করবে।

এমন হাড্ডাহাড্ডি লড়াই ঘরোয়া ফুটবলের জন্য সুখকরই বলা যায়। যত নতুন শক্তির উত্থান ঘটবে ততই প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। খেলোয়াড়ও সৃষ্টি হবে। তবে ট্রাজেডি হচ্ছে ১০টি আসর পার হয়ে গেলেও এখনো পেশাদার লিগে সত্যিকারে পেশাদারিত্বের ছোঁয়া লাগেনি। কিছু ক্লাব পেশাদারিত্ব মানলেও অনেক ক্লাব তার ধারেকাছেও নেই। এনিয়ে এএফসি বার বার বাফুফেকে সতর্ক করে দিচ্ছে। তবুও কাজে আসছে না। কোটি কোটি টাকা ব্যয়ে দল গড়া হলেও পেশাদার লিগে সেই আমেজটা নেই। বাফুফে এ ব্যাপারে কঠোরও হচ্ছে না। তাহলে পেশাদার লিগ কি এভাবেই চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর