সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসি ৫১ রোনালদো ৪৯

ক্রীড়া ডেস্ক

মেসি ৫১ রোনালদো ৪৯

লিওনেল মেসি ২০১৮ সালে ৫১ গোল করেছেন, এই খবর আগেই জানা হয়েছে ভক্তদের। গত ৯ বছরে আটবারই তিনি গোলের সংখ্যায় পঞ্চাশ ছাড়িয়েছেন। কেবল মাত্র ২০১৩ সালে ৪৫ গোল করেছিলেন। মেসি পঞ্চাশ ছাড়িয়ে গেলেও রোনালদো আটকে গেলেন ৪৯ গোলে। গত শনিবার বছরের শেষ ম্যাচে জুভেন্টাসের জার্সিতে দুই গোল করেন তিনি। জয় পেয়েছে তার দলই। তবে মেসিকে স্পর্শ করা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১১ সাল থেকে পর্তুগিজ এই তারকা প্রতি বছরই পঞ্চাশের বেশি গোল করেছেন। কেবল এবারই ব্যর্থ হলেন তিনি মাইলফলকটা স্পর্শ করতে। বছরে সর্বোচ্চ ৯১ গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি ২০১২ সালে। এই রেকর্ডটা এখনো টিকে আছে। এদিকে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-রোনালদোর ইঁদুর-বিড়াল দৌড় চলছেই। মেসি ১৫ গোল করে লা লিগায় শীর্ষ গোলদাতা। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ১৪ গোল করে ইতালিয়ান সিরি এ লিগে শীর্ষ গোলদাতা। অবশ্য মেসি খেলেছেন ১৭ ম্যাচ। রোনালদো খেলেছেন ১৯ ম্যাচ। দেখা যাক, মৌসুমের শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর