সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রেকর্ড জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

রেকর্ড জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

দারুণ সময় পার করছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে অসাধারণ খেলছে ব্ল্যাক ক্যাপসরা। এই প্রথম দলটি এক বছরে টানা চারটি টেস্ট সিরিজ জেতার বিরল রেকর্ড গড়েছে। ওয়েলিংটন টেস্টে দৃঢ়তার পরিচয় দিয়ে ড্র করেছিল সফরকারী শ্রীলঙ্কা। কিন্তু ক্রাইস্টচার্চে দাঁড়াতেই পারেনি ট্রেন্ট বুল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনারের সাঁড়াশি আক্রমণে। স্বাগতিক পেসারদের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৪২৩ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। একই সঙ্গে টেস্ট র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে ৩ নম্বরে। দলটির ক্রিকেট ইতিহাসের রানের ব্যবধানে এটাই সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি ছিল ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রানের। ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ভারতের কাছে দ্বীপরাষ্ট্র হেরেছিল ৩০৪ রানে। দারুণ এক বছর পার করা নিউজিল্যান্ড সিরিজ জিতেছে ঘরের মাটিতে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতে হারায় পাকিস্তানকে। গতকাল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সফরকারীরা খেলতে নামে আগের দিনের ৬ উইকেটে ২৩১ রান নিয়ে। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথিউস আহত হয়ে পরবর্তীতে আর ব্যাটিং করেননি। ফলে আগের স্কোরের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে ২৩৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সফর অনিশ্চিত হয়ে পড়েছে ম্যাথিউসের। নিউজিল্যান্ডের রেকর্ড জয় পেতে আক্রমণাত্মক বোলিং করেন ওয়াগনার ও বুল্ট। ওয়াগনার দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৪টি ও বুল্ট ৭৭ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন সাউদি ৬৮ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়ে।

সর্বশেষ খবর