মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আবাহনীর জয়, শেখ জামালের ড্র

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর জয়, শেখ জামালের ড্র

টানা দুই ম্যাচ হারলেও সমর্থকদের আশা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল জয়ে ফিরবে। দুর্ভাগ্য আর কাকে বলে। তৃতীয় রাউন্ডে শিরোপা প্রত্যাশী শেখ জামাল ফের পয়েন্ট হারিয়ে মাঠ ছেড়েছে। তবে হার নয় এবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। টানা তিন ম্যাচে সাত পয়েন্ট খোয়ালো শেখ জামাল। লিগে কে চ্যাম্পিয়ন হবে সেই হিসাব করার সময় এখনো আসেনি। অনেক পথ পাড়ি দিতে হবে সবাইকে। তবে শুরুতে সাত পয়েন্ট হারানোটা শেখ জামালের মতো দলের বড় ধাক্কাই বলা যায়। আগের ম্যাচে ড্র করে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। তারপরও গতকাল শক্তির বিচারে ম্যাচে শেখ জামালই ছিল ফেবারিট। এটা ঠিক মাঠে অধিকাংশ সময়ে বল নিয়ন্ত্রণে রেখেছিল শেখ জামালই। কিন্তু ছন্দ বা গতি যা বলি না কেন তা ছিল অনুপস্থিত। তারকা বলতে যা বোঝায় তা হয়তো শেখ জামালে নেই। কিন্তু ফরেন কালেকশন ও তরুণ নিয়ে গড়া শেখ জামালকে লিগের অন্যতম সেরাই বলা যায়। মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপে দুর্ভাগ্যক্রমে ফাইনালে উঠতে পারেনি। স্বাধীনতা কাপের অবস্থা অনেকটা একই ছিল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। এবার শুরুতেই টানা তিন ম্যাচ জয় ছাড়া। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ফেবারিটদের। গতকালের ম্যাচে মাত্র আট মিনিটে শেখ জামালের জালে বল স্পর্শ করে। রাকিবুল ইসলামের পাসে গোলরক্ষককে কাটিয়ে রহমতগঞ্জকে এগিয়ে দেন সিও জুনাপিও। ১২ মিনিট পরই সমতার ফেরার সুযোগ পায় শেখ জামাল। রহমতগঞ্জের ডি বক্সের ভিতর ওয়াগিকে ফাউল করলে রেফারি পেনাল্টি বাঁশি বাজান। অথচ সলোমন কিং গোল করতে পারেননি। ৪০ মিনিটে অবশ্য তারই গোলে ম্যাচে সমতা আসে। ৮৩ মিনিটে লুসিয়ানে ইমানুয়েল পেরেসের গোলে এগিয়ে যায় তিন বারের চ্যাম্পিয়নরা। পরে ইনজুরি টাইমে গোল পরিশোধ করে রহমতগঞ্জ। অন্যদিকে ঢাকা আবাহনী ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে জয়ে ফিরেছে।

সর্বশেষ খবর