শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পরশের ব্যাটে নেপালের প্রথম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

পরশের ব্যাটে নেপালের প্রথম সেঞ্চুরি

পরশ খাড়কার ব্যাটে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথম সেঞ্চুরির দেখা পেল নেপাল। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুবাইয়ে ১১৫ রান করে রেকর্ডবুকে নাম লেখালেন নেপালের অধিনায়ক। পরশের ইতিহাস গড়ার ম্যাচে আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে তার দল।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৪ রান করে আমিরাত। সাইমন আনোয়ার ৭০ বলে খেলেন ৮৭ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি করেছেন মোহাম্মদ বোথাও। আমিরাতের এই ব্যাটসম্যান ৩১ বলে খেলেছেন অপরাজিত ৫৯ রানের ঝড়ো ইনিংস। ৪ ছক্কা ও ৫ চারে সাজানো ইনিংস। এছাড়া রিজওয়ান ৪৫, উসমান ২৬ এবং ১৮ রান এসেছে সাব্বিরের ব্যাট থেকে। দুই ওপেনার রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরলেও নেপালকে ২৫৫ রানের বড় টার্গেট দিয়েছিল আমিরাত।

তবে পরশের ইতিহাস গড়ার দিনে ৩২ বল হাতে রেখেই জয় তুলে নেয় নেপাল। খাড়কা ১০৯ করেছেন ১১৫। তার ইনিংসে ছিল একটি ছক্কার সঙ্গে ১৫টি চারের মার।

সর্বশেষ খবর