বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জয়ের বিকল্প নেই ডায়নামাইটসের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বিপিএল সিক্সের ডাবল রাউন্ড রবিন পর্ব প্রায় শেষ হতে চলল। এরই মধ্যে বিদায় নিয়েছে খুলনা। সিলেট সিক্সার্সও বিদায়ের পথে। শীর্ষ চারের লড়াইয়ে টিকে আছে কেবল পাঁচটা দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শেষ চার প্রায় নিশ্চিত। কিন্তু বাকি দলগুলোকে আরও লড়াই করতে হবে। আজ গতবারের রানার্সআপ ঢাকা ডায়নামাইটস খেলতে নামছে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। চিটাগং ভাইকিংস জিতলে শেষ চারে স্থান অনেকটাই পাকাপোক্ত হয়ে যাবে তাদের। সেক্ষেত্রে ঢাকাকে দিতে হবে কঠিন পরীক্ষা। ১০ পয়েন্ট নিয়ে তারা চারে অবস্থান করছে। বিপিএল সিক্সে দারুণ সূচনা করেও এখন শীর্ষ চারে খেলা নিয়ে টানাটানি ঢাকা ডায়নামাইটসের। দলের বোলিং কোচ তালহা যুবায়ের বলছেন, ‘টি-২০ ক্রিকেটে এমনটা হতেই পারে।’ উত্থান পতন থাকলেও জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর তারা। চিটাগংয়ের মাঠে আজ কী হয় দেখা যাক! ঢাকা ডায়নামাইটসের শুরুটা হয়েছিল দারুন। একের পর এক ম্যাচ জিতেই চলেছিল তারা। কিন্তু চট্টগ্রামে এসে ছন্দপতন ঘটে। এবার বিপিএলে ডায়নামাইটস ও রাইডার্স ফেবারিট দল। অনেকের ধারণা এই দুই দলের মধ্যে শিরোপার লড়াই হবে। শেষ পর্যন্ত কি না ঢাকার সুপার ফোরই অনিশ্চিত হয়ে পড়েছে। এখন সামনে জয় ছাড়া বিকল্প কোন পথ নেই তাদের

সর্বশেষ খবর