লা লিগায় বড় বিপদেই পড়েছিল কাতালানরা। রেয়ো ভলকানোর বিপক্ষে লিগে প্রথম লেগে ৩-২ গোলে বহু কষ্টেই জিতেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে নিজেদের মাটিতেও ম্যাচটা সহজে জিততে পারেনি কাতালানরা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। রাউল ডি থমাসের গোলে এগিয়ে যায় ভলকানো। তবে মেসি-সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিয়েই মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা। গত শনিবার ন্যু ক্যাম্পে রেয়ো ভলকানোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। দলের পক্ষে মেসি ও সুয়ারেজ ছাড়াও গোল করেন জেরার্ড পিকে। এ জয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার শীর্ষেই অবস্থান করছেন মেসিরা। আর ২৬ গোল করে মেসি ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে আরও একটু এগিয়ে গেলেন।
বার্সেলোনার সামনে কঠিন লড়াই। ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওয়ের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলবে তারা বুধবার। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়াতে কিছুটা বিপদের মধ্যেই আছে কাতালানরা। নিজেদের মাটিতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমনকি গোলশূন্য ড্র হলেও বিপদ। টাইব্রেকারে যে কোনো ফলাফলই হতে পারে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ এবং পিএসজির বিদায়ের পর সতর্ক হয়ে গেছে বার্সেলোনা। কোচ ভালভার্দে বলছেন, ‘আমরা জানি, এ সপ্তাহে আমাদেরকে কঠিন একটা ম্যাচ খেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো পাড়ি দিতে হলে জিততে হবে আমাদেরকে। এ ম্যাচের গুরুত্ব আমাদের ভালোই জানা আছে। বিশেষ করে বড় বড় ক্লাবগুলোর বিদায়ের পর আমরা আরও সচেতন হয়েছি।’ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এ সপ্তাহে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদও। তারা প্রথম লেগে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল। এবার যে কোনো ব্যবধানের ড্র হলেই হয়।