মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মানসিক জোর...

মানসিক জোর...

শেষ রাউন্ডে পঞ্চম হোল পর্যন্ত জিম ফ্রাইরিক ও রোরি ম্যাকলরয়। কিন্তু ষষ্ঠ হোলে গিয়ে একটুখানি ঝুঁকি নেই বিপাকে পড়ে যান মার্কিন গলফার। প্রথমবারের মতো প্লেয়ার চ্যাম্পিয়নশিপ জিতেন নর্দার্ন আয়ারল্যান্ডের তারকার রোরি ম্যাকলরয়। কেবল স্কিল নয়, এমন পরিস্থিতিতে মানসিক জোরের কারণেই এগিয়ে যান ম্যাকলরয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টুর্নামেন্ট প্লেয়ার ক্লাব গলফ কোর্সে ‘১৬ আন্ডার পার’ তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। শিরোপা জয়ের পর ম্যাকলরয় বলেন, ‘এটা খুবই স্পেশাল। আমি খুবই স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। এ কারণেই শেষ পর্যন্ত জিতেছি।’

নর্দার্ন আয়ারল্যান্ডের এই গলফ তারকা এ পর্যন্ত মোট ১৫টি পিজিএ ট্যুরে চ্যাম্পিয়ন হয়েছেন। ১৩ বার জিতেছেন ইউরোপিয়ান ট্যুরের শিরোপা। একবার করে তিনি এশিয়ান ট্যুর ও অস্ট্রেলিয়ার পিজিএ ট্যুরে চ্যাম্পিয়ন হয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর