মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অবিশ্বাস্য...

অবিশ্বাস্য...

ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতে ইতিহাস গড়লেন কানাডিয়ান অষ্টাদশী বিয়াঙ্কা আন্দ্রেসকো। গতকাল ভোরে তিনি ফাইনালে হারিয়েছেন তিনবারের গ্র্যান্ডস্লামজয়ী জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবারকে। ম্যাচটি বিয়াঙ্কা জিতেন ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে। ওয়াইল্ড কার্ড নিয়ে এই প্রথম কোনো তারকা ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতল। বিয়াঙ্কার সাফল্যে আনন্দিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সঙ্গে সঙ্গেই টুইট করেছেন, ‘ওয়াইল্ড কার্ডধারী থেকে চ্যাম্পিয়ন। বিয়াঙ্কা আন্দ্রেসকো ইতিহাস গড়েছে। অভিনন্দন।’ বিয়াঙ্কা নিজেও তো বিশ্বাস করতে পারছেন না বিষয়টা। ক্যারিয়ারের প্রথম ট্রফি জিতে তিনি বলেন, ‘সত্যিই ভাবতে অবাক লাগছে। এটা আজ সত্যি হলো।’ এদিকে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে হেরে গেছেন রজার ফেদেরার। তাকে ৩-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন ডেভিড থিয়েম।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর