রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আলোচনায় সিকান্দার

ক্রীড়া প্রতিবেদক

আলোচনায় সিকান্দার

হকির নির্বাচনে কারা জিতবে? এই প্রশ্নটাই সবার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এখন আবার নতুন প্রশ্ন হকির নির্বাচন কবে হবে? আগামীকালই বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ তা স্থগিত ঘোষণা করেছে। উপায়ও ছিল না। একজন কাউন্সিলরের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট হয়েছে। আদালতে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। রিটটা হয় তারেক আদেলকে ঘিরে। তিনি এবার কাউন্সিলরশিপ হয়েছে শিশু-কিশোর সংঘ থেকে। সাবেক খেলোয়াড় ও অ্যাম্পায়ার মো. সিকান্দার হায়াত রিটে উল্লেখ করেছেন তারেক আদেলের কাউন্সিলরশিপ বৈধ নয়। তাকে ষড়যন্ত্র করে কাউন্সিলরশিপ দেওয়া হয়নি। সুতরাং তারেকের কাউন্সিলরশিপ বাতিল হোক। সিকান্দার রিট করেছেন অথচ তারেকের কাউন্সিলরশিপ নিয়ে প্রশ্ন তোলাটা বিস্ময়কর। কেননা হকির অভিজ্ঞ সংগঠক মো. ইউসুফ আলী দীর্ঘদিন শিশু-কিশোরের দেখভাল করেছেন। গত ১৫ বছরের বেশি সময় ধরে এ ক্লাবের রেজিষ্ট্রেশনও এন্টি ফি ইউসুফই জমা দিতেন। কিন্তু সিকান্দারের নামটি অনেকের কাছে অজানা। তাই রিটের পর প্রশ্ন উঠেছে কে এই সিকান্দার। প্রায় ২০ বছর ধরে তিনি দেশের বাইরে ছিলেন। স্বাভাবিকভাবে অনেকের কাছেই নামটি অপরিচিত। ৮০ ও ৯০ দশকে যারা হকি দেখতেন বা জড়িত ছিলেন তাদেরই চেনার কথা সিকান্দরকে। অন্যদিকে ইউসুফ ঐতিহ্যবাহী আজাদ স্পোর্টিংয়ে পাশাপাশি শিশু-কিশোরের হকির দায়িত্বে আছেন। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই ফেডারেশনের নির্বাহী কমিটিতে আছেন। এমন পরীক্ষিত সংগঠকের কাউকে অবৈধভাবে কাউন্সিলরশিপ দেওয়ার কথা নয়। তাছাড়া জাতীয় ক্রীড়াপরিষদে সব প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তারেককে কাউন্সিলরশিপ করা হয়। সুতরাং কি কারণে তা আদালতে গড়াল সেটাই রহস্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর