শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মৌসুমীদের সামনে কিরগিজরা

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমীদের সামনে কিরগিজরা

বাংলাদেশ-কিরগিজস্তান মুখোমুখি। লড়াইটা পুরুষ জাতীয় দলের হলে কিরগিজদের চোখ বন্ধ করেই ফেবারিট বলা যেত। কেননা এই পর্যন্ত চার ম্যাচে সব কটিতেই জিতেছে তারা। কিন্তু লড়াইটা যখন দুই দলের নারীদের। তখন আবার হিসাবটা ভিন্ন। এখানে বাংলাদেশকেই এগিয়ে রাখা যায়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অনূর্ধ্ব-১৯, গোল্ডকাপে দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কিরগিজস্থান গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।

মৌসুমী, মারিয়ারা ম্যাচে ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কেননা সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশ ২-০ গোলে হারালেও কিরগিজস্তান জিতে ২-১ ব্যবধানে। কোচ গোলাম রব্বানী ছোটন দৃঢ় কণ্ঠেই বলেছেন, ‘ড্র নয়, আমাদের ভাবনায় শুধুই জয়। তবে কিরগিজস্তানও শক্তিশালী দল। ওদের বডি কন্ট্রোল দারুণ। আমিরাতের বিপক্ষে অ্যাটাকিং ফুটবল খেলেই জয় পেয়েছে। আমরা বুঝে শুনেই খেলব। সব পজিশনে সতর্ক হয়ে খেলতে পারলে প্রতিপক্ষদের হারানো সম্ভব।’ অধিনায়ক মৌসুমী বলেন, ‘গ্রুপে প্রথম হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এতে সেমিফাইনালে আত্মবিশ্বাস নিয়ে খেলা যাবে। ঘরের মাঠ হলেও আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলছি। সত্যি বলতে কি কিরগিজস্তান শক্তিশালী দল। জিততে হলে আমাদের সেরা খেলাটা খেলতেই হবে। ড্র করলেও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। তাতে কি, পুরো পয়েন্ট পেতে আমরা মরিয়া হয়ে লড়ব। ড্রর চিন্তা থাকলে ফল উল্টোও হতে পারে।’ জয় দিয়ে দুই দলই টুর্নামেন্ট শুরু করেছে। তারপরও মৌসুমীদের আক্ষেপটা থেকেই গেছে। কেননা ব্যবধানটা আরও বড় হলে জয়ে পরিপূর্ণতা আসত।

সর্বশেষ খবর