শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শিরোপা দেখছে ম্যান সিটি

ক্রীড়া ডেস্ক

শিরোপা দেখছে ম্যান সিটি

ম্যাচ শুরুর আগে স্রষ্টার কাছে দু’হাত তুলে প্রার্থনা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। ছবিটি এখন ভাইরাল! নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মর্যাদার লড়াইয়ে যেন প্রিয় ম্যানইউ জয়ের উদ্ভাসিত আনন্দে মেতে উঠতে পারেন! কিন্তু পেপ গার্ডিওলার অদম্য ম্যানসিটির কাছে হেরেই মাঠ ছেড়েছে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানইউ। বার্নাড সিলভা ও লেরয় সানের জোড়া গোলে ম্যানসিটি নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। ২-০ গোলের জয়ে ম্যানসিটি এখন লিভারপুলের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে। যদিও খেলা বাকি ৩টি। তাতে যদি অঘটন ঘটে, তাহলেই লিভারপুলের সম্ভাবনা থাকবে ২৮ বছর পর শিরোপা উৎসবে মেতে উঠতে। ম্যানসিটির পরের তিন ম্যাচের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল শক্তির বার্নলি, লিস্টার সিটি ও ব্রাইটন। লিভারপুলের পরের তিন ম্যাচের প্রতিপক্ষ হাডার্সফিল্ড, নিউক্যাসল ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন।

পরশু রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউ যখন লড়াইয়ে নামে, তখন তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দূর হয়ে গেছে বহু আগে। শুধু টিকে আছে ইউরোপা কাপের আশা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অসাধারণ খেলেও অ্যাওয়ে গোলের পার্থক্যে ছিটকে পড়ে। অবশ্য প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে সেমিফাইনালে উঠতে না পারার প্রতিশোধ নেয় গার্ডিওলার দল। পরশু রাতে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে যখন খেলতে নামেন সার্জিও আগুইরা, বার্নার্ড সিলভারা, তখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল লিভারপুল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর