শিরোনাম
রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

রয়কে টপকাতে পারেননি ফিঞ্চ

ক্রীড়া প্রতিবেদক

রয়কে টপকাতে পারেননি ফিঞ্চ

সুযোগ ছিল নিজের সর্বোচ্চ রানকে টপকে যাওয়ার। চলতি বিশ্বকাপের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হওয়ারও সুযোগ ছিল। কিন্তু সামান্য ভুলে আটকে যান ১৫৩ রানে। বিশ্বকাপের চলতি আসরে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিটি নবম। গতকাল ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেরিযান অধিনায়ক ১৫৩ রানের ইনিংসটি খেলেন মাত্র ১৩২ বলে ১৫ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের বিপক্ষে ১৫৩ রান করেছিলেন ইংল্যান্ডের জেসন রয়। ইংলিশ ব্যাটসম্যান জো রুট একমাত্র ক্রিকেটার হিসেবে চলতি আসরে দুটি সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের বিপক্ষে ১০৭ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আসরের বাকি সেঞ্চুরিগুলো রোহিত শর্মা (১২২*), সাকিব আল হাসান ১২১, শিখর ধাওয়ান ১১৭, ডেভিড ওয়ার্নার (১০৭) ও জশ বাটলার (১০৩)। আসরে তিন ইংলিশ ব্যাটসম্যানের সেঞ্চুরি ৪টি, অস্ট্রেলিয়া ও ভারতের ব্যাটসম্যানরা করেছেন ২টি এবং একটি সেঞ্চুরি বাংলাদেশের।

 

সর্বশেষ খবর