বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিল ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির ডেভিড সিলভা (ডানে) ও এনমেচার গোল উদ্‌যাপন

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে অগাস্টে। তবে এরই মধ্যে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে সবাই ব্যস্ত। প্রিমিয়ার লিগ এশিয়া ট্রফিতে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গতকাল তারা সেমিফাইনালে ওয়েস্টহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচের শুরুতে অবশ্য ওয়েস্টহ্যামই এগিয়ে গিয়েছিল। মার্ক নোবল পেনাল্টি থেকে গোল করে ওয়েস্টহ্যামকে ২৬ মিনিটে এগিয়ে দেন। অবশ্য সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ম্যানসিটি। ডেভিড সিলভা ৩৩ মিনিটে ম্যানসিটিতে সমতায় ফেরান। তিন মিনিট পর লুকাস এনমেচার গোলে এগিয়ে যায় পেপ গার্ডিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন ইংলিশ তারকা রহিম স্টারলিং। তিনি ৫৯ ও ৭২ মিনিটে গোল দুটি করেন। ফাইনালে ম্যানসিটি মুখোমুখি হবে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনের। গতকাল অপর সেমিফাইনালে উলভারহ্যাম্পটন ৪-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। উলভারহ্যাম্পটনের পক্ষে দুটি গোল করেন ডিয়োগো জোটা। এছাড়াও একটি গোল করেন মরগান গিবস। চতুর্থ গোলটি উলভারহ্যাম্পটনকে উপহার দেন নিউক্যাসলের থমাস ডেভিড অ্যালান। শনিবার ফাইনালে মুখোমুখি হবে ম্যানসিটি-উলভারহ্যাম্পটন।

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিটা ভালোই নিচ্ছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে দুর্দান্ত লড়াই করে লিগ জিতেছিল তারা। লিভারপুল শেষ দিন পর্যন্ত পিছু ছাড়েনি ম্যানচেস্টার সিটির। নতুন মৌসুম শুরুর আগে তাই নিজেদেরকে ভালোভাবেই প্রস্তুত করে নিচ্ছে পেপ গার্ডিওলার শিষ্যরা। অবশ্য প্রস্তুতিতে কম যাচ্ছে না ফেবারিট অন্যান্য ক্লাবগুলোও। লিভারপুলও প্রস্তুতি শুরু করেছে এরই মধ্যে। ম্যানইউ, চেলসি, আর্সেনালও বসে নেই। গত মৌসুমের চেয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ। শেষ পর্যন্ত কে জিতবে তা অবশ্য বলা কঠিন।

সর্বশেষ খবর