মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা
মহুয়ার ইতিহাস

হকিতে প্রথম নারী আম্পায়ার

হকিতে প্রথম নারী আম্পায়ার

খেলাতো দূরের কথা। কখনো হাতে হকি স্টিকও ধরেননি। তিনিই কিনা হয়ে গেলেন দেশের হকির ইতিহাস। আয়েশা পারভীন মহুয়া এখন দেশের প্রথম নারী আম্পায়ার। বিএএফ শাহীন কলেজের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক। এই স্কুলটির হকির খ্যাতি কম নয়। দেশের অনেক খেলোয়াড়ই সৃষ্টি হয়েছে এখান থেকে। তাই মাঠে না খেললেও হকির প্রতি আলাদা একটা আগ্রহ ছিল মহুয়ার। ৩৭ বছর বয়সী এই শিক্ষক কিছুদিন আগে শেষ করেছেন হকি আম্পায়ার কোর্স। মওলানা ভাসানী স্টেডিয়ামে হওয়া এই কোর্সে অংশ নিয়েছিলেন ২২ জন। সবাই পুরুষ হলেও একমাত্র নারী হিসেবে মহুয়া কোর্সে অংশ নেন। আম্পায়ার কোর্স ‘সি’ উত্তীর্ণ হন। তার লক্ষ্য আরও অনেকদূর এগিয়ে যাওয়া। পরবর্তীতে ‘বি’ ও ‘এ’ কোর্স শেষ করে আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজানো।

হকি না খেললেও মহুয়া খেলাধুলার সঙ্গেই জড়িত ছিলেন। মূলত অ্যাথলেটিকই ছিল তার পছন্দ। প্রিয় ইভেন্ট ছিল ডিসকাস, জ্যাভলি ও শটপুট। ২০০৫ ও ২০০৬ সালে জাতীয় অ্যাথলেটিকে অংশ নিয়ে রুপা ও তামার পদক গলায় ঝুলিয়েছেন তিনি। আরচারিতেও নজর কাড়েন। অষ্টম বাংলাদেশ গেমসে আরচারিতে সোনাও জেতেন। ২০১৩ সালে তুরস্কে বিশ্বচ্যাম্পিয়নশিপে ছিলেন দলের সঙ্গে। খেলেছেন হ্যান্ডবল আর ভলিবল।

সর্বশেষ খবর