মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা
গ্রিজম্যান বিতর্ক

বার্সার বিরুদ্ধে তদন্ত

বার্সার বিরুদ্ধে তদন্ত

বার্সেলোনায় এসে দারুণ আনন্দিত বিশ্বকাপজয়ী ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রিলিজ ক্লজ ১৩৫ মিলিয়ন ডলারে বার্সেলোনায় আসা নিশ্চিত হওয়ার পর বাবাকে ফোন দিয়েছিলেন তিনি। ফোনেই নাকি খুব করে কেঁদেছিলেন। তবে গ্রিজমানকে দলে নিতে গিয়ে বার্সেলোনা নাকি নিয়ম ভঙ্গ করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের এক অভিযোগের ভিত্তিতে গ্রিজমানের ট্রান্সফার নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে তদন্তে নেমেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। অ্যাটলেটিকোর দাবি, বার্সেলোনাকে ২২৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে গ্রিজমানের জন্য। বার্সেলোনা দিয়েছে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। গত মার্চেই নাকি বার্সেলোনার সঙ্গে এক সমঝোতা হয়েছিল অ্যাটলেটিকোর। তখন গ্রিজমানের রিলিজ ক্লজ ছিল ২২৫ মিলিয়ন মার্কিন ডলার। বার্সা প্রেসিডেন্ট বার্তোমিউ বলেন, ‘আমরা তাদের (অ্যাটলেটিকো) সঙ্গে কথা বলেছি। তাদের কাছে কোনো প্রমাণই নেই।’ বার্সেলোনা নিজেদের পক্ষে সাফাই গেয়ে বলছে, গ্রিজমানের ট্রান্সফারের ক্ষেত্রে কোনো আইন ভঙ্গ করেনি। এমনকি এ ব্যাপারে বার্তোমিউ নাকি অ্যাটলেটিকোর প্রেসিডেন্ট এনরিকে সিরেজোর সঙ্গে কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা সহজেই নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর