শিরোনাম
বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

প্রতিপক্ষ মোহামেডান বলেই যত কথা

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন হওয়া এমনিতেই আনন্দের। তা যদি আবার বড় দলকে হারিয়ে হয় তাহলে উৎসবের মাত্রাটা আরও বেড়ে যায়। বসুন্ধরা কিংসের সামনে সে সুযোগ সৃষ্টি হয়েছে। আজ নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে পেশাদার লিগে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কিংস। তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। এটা ঠিক মোহামেডান আর মোহামেডানরূপে নেই। সাংগঠনিক দুর্বলতায় ক্লাবটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে নেই ফুটবলে কোনো সাফল্য। নেই উৎসব। অনেকটা ঠেলাগাড়ির মতো ক্লাব পরিচালিত হচ্ছে। যাক ক্লাবটি তো তবু মোহামেডান। যারা এক সময়ে এশিয়ার সেরা আট দলের একটি ছিল। কত যে ট্রফি তাদের জেতার রেকর্ড রয়েছে তা হিসাব মেলানোটা কঠিন। সেই মোহামেডানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করাটা অবশ্যই গৌরবের কিংসের। কালের বিবর্তনে মোহামেডান দুর্বল দলে পরিণত হলেও তবু মাঠে সতর্ক থাকবে কিংস। বিশেষ করে আগের দুই ম্যাচে সাদা-কালোরা যে নৈপুণ্য প্রদর্শন করেছে তা সত্যিই অসাধারণ। শিরোপা রেসে থাকা ঢাকা-আবাহনীকে ৪Ñ০ গোলে বিধ্বস্ত করেছে। যার তুলনা সত্তর ও আশি দশকের মোহামেডানের সঙ্গে চলে। পরের ম্যাচে নোফেলকে আবার ৩Ñ১ গোলে ধরাশায়ী। জিততে হলেই কিংসকে সেরাটাই খেলতে হবে।

সর্বশেষ খবর