শিরোনাম
বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

যুবারা হারাল ইংল্যান্ডকে

ক্রীড়া প্রতিবেদক

অদ্ভুত বাউন্ডারি আইনে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ২০২৩ সাল পর্যন্ত ক্রিকেট বিশ্ব শাসনের দন্ড পেয়েছে ক্রিকেট জনকরা। বিশ্বকাপ শেষ হতেই দেশটিতে বসেছে তিন জাতির অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। স্বাগতিকরা ছাড়া বাকি দুই দলের একটি বাংলাদেশ এবং অপরটি ভারত। পরশু তিন জাতির টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। যুবারা ৮১ বল হাতে রেখে ইংলিশ যুবাদের হারিয়েছে ৬ উইকেটে। যুবাদের সহজ জয় পেতে বিধ্বংসী বোলিং করেছেন তানজিম হাসান সাকিব এবং দুরন্ত ব্যাটিং করেছেন হৃদয় ও শাহাদাত। উস্টারশায়ারে প্রথমে ব্যাট করে সাকিবের বিধ্বংসী বোলিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ২০০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি স্বাগতিকরা। ওভার প্রতি ৪ রানের স্ট্রাইক রেটের টার্গেট ১১.৫ ওভার হাতে রেখে দারুণ ৬ উইকেটে এক জয় পেয়েছে দুই তরুণ তুর্কি তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের জোড়া হাফ সেঞ্চুরিতে। শাহদাত সাজঘরে ফিরেন ৫৭ রানে। হৃদয় অপরাজিত থাকেন ৭০ রানে।

সর্বশেষ খবর