শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অপেক্ষায় বসুন্ধরা...

খেলা বৃষ্টিতে পন্ড

রাশেদুর রহমান, নীলফামারী থেকে

অপেক্ষায় বসুন্ধরা...

শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী - ছবি : রোহেত রাজিব

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বসুন্ধরা কিংসের হাজারো সমর্থক জড়ো হলো নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। একটা ম্যাচ জিতলেই নিজেদের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। এমন সমীকরণ নিয়ে বেশ কয়েক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। সিলেটে শেখ রাসেলের কাছে হেরে যাওয়ায় অপেক্ষার প্রহর বেড়েছিল। নীলফামারীতে গতকাল সেই অপেক্ষার প্রহর শেষ করতেই হাজারো সমর্থকসহ জড়ো হয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু বৃষ্টি এসে গতকালের আয়োজনটাও ভাসিয়ে নিল। আরও অন্তত একটা দিন প্রহর গুনতে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় থাকা দলটাকে। বাইলজ অনুযায়ী গতকাল ২ মিনিট ২৯ সেকেন্ড হওয়া ম্যাচটা বডিলি শিফট হয়ে আজ অনুষ্ঠিত হওয়ার কথা। অবশ্য বৃষ্টি বাগড়া দিলে বসুন্ধরা কিংসের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। লিগে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দুইয়ে থাকা আবাহনীর সংগ্রহ ৫৪ পয়েন্ট।

 খেলা হবে তো? এই প্রশ্নটা নীলফামারীর পথে-ঘাটে গতকাল সকাল থেকেই শোনা যাচ্ছিল। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কিংস সমর্থকদের মনের আকাশেও শঙ্কার কালো মেঘ উড়ছিল। অনেকে যেচে পড়ে জিজ্ঞাসা করেছে প্রশ্নটা। উত্তরটা জানা ছিল না প্রশ্নকর্তাদের মতোই। নীলফামারীর আকাশে থাকা অজস্র মেঘের কণা সূর্যকে ঢেকে রেখেছিল। হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে ম্যাচ না হওয়ার শঙ্কাটা বাড়িয়ে দিচ্ছিল মাঝেমধ্যেই। বিকাল চারটা বাজতে তখনো বেশ খানিকক্ষণ বাকি। বৃষ্টি শুরু হলো। ঝিরিঝিরি থেকে মুষলধারে। ঝুম বৃষ্টিতে ভিজেও অনেকে স্টেডিয়ামমুখী হলো। নির্ধারিত সময়ে দল মাঠে নামার প্রস্তুতি নিতেই চিৎকার করে নিজেদের উপস্থিতি জানান দিল দর্শকরা। বৃষ্টি মাথায় নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে ম্যাচ মাঠে গড়াল। কিন্তু ২ মিনিট ২৯ সেকেন্ড পরই রেফারি সুজিত ব্যানার্জি চন্দন বাঁশিতে ফুঁ দিয়ে খেলা থামিয়ে দেন। মোহামেডানের ফুটবলাররা খেলা চালানোর দাবি করে। তবে রেফারি তাদের আর্জিতে কান না দিয়ে খেলা থামিয়ে দেন। এরপর থেকেই অপেক্ষার প্রহর গুনতে থাকেন দর্শকরা। বসুন্ধরা কিংসের বিশাল পতাকা মাথায় দিয়ে বসে থাকেন অনেকে। রেফারিদের মাঠ ইন্সপেকশন শুরু হয় ঠিক চারটা ৩৫ মিনিটে। ম্যাচ বন্ধ হওয়ার ৩২ মিনিট পর। সারা মাঠে বল নিয়ে ঘুরে দেখেন তারা। দীর্ঘ সময় ইন্সপেকশন করে মাঠটাকে খেলার অনুপযোগী ঘোষণা দিয়ে খেলা পরিত্যক্ত করেন। আজ বিকাল চারটায় আবার খেলাটি শুরু হবে।

 খেলা পরিত্যক্ত হওয়ায় দুই দলের মধ্যেই কিছুটা হতাশা বিরাজ করছিল। বসুন্ধরা কিংসের ম্যানেজার বায়েজীদ আলম জুবায়ের নিপু বলেন, ‘আমরা তো জয়োৎসব করার প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। নিজেদের ভেন্যুতে এটা করতে পারলে খুবই ভালো লাগতো। এখন তো অপেক্ষায় থাকতে হচ্ছে।’ তবে তিনিও চান শুকনো অথবা হালকা ভেজা মাঠে ভালো একটা ফুটবল ম্যাচ খেলতে। লড়াই করে জিতেই শিরোপা উৎসব করতে চায় বসুন্ধরা কিংস। ক্লাবের সেক্রেটারি মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, ‘শেষদিকে এসে আমাদেরকে কিছুটা অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে ওপরওয়ালা যখন চাইবেন তখনই আমরা শিরোপা উৎসব করতে পারব।’ নীলফামারী থেকেই শিরোপা জয় নিশ্চিত করে ঢাকায় ফিরতে চায় কিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর