সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ছন্দ হারিয়ে ফেলেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

পারলেন না তামিম ইকবাল। অধিনায়কত্বের অভিষেক সিরিজটাকে রাঙাতে পারলেন না রঙধনুর সাত রঙে। অথচ সুযোগ ছিল ক্যারিয়ারের নতুন অধ্যায়টাকে বর্ণিল করতে। সুযোগ ছিল নিজেকে আকাশসম উচ্চতায় নিয়ে যাওয়ার। কিন্তু হেরে গেছেন চাপের কাছে। চাপকে জয় করতে পারেননি বলে এক যুগের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা ছয় ম্যাচে বোল্ড হয়েছেন। ২০২ ম্যাচে ৬৮৯০ রান করা তামিম হয়ে পড়েছেন ছন্দহীন। হারিয়ে ফেলেছেন ব্যাটিংয়ের সুর, তাল ও লয়।      

বিশ্বকাপ ক্রিকেটে ভালো সময় কাটেনি দেশসেরা ব্যাটসম্যানের। যদিও হাফসেঞ্চুরি ছিল একটি। ছিল একটি চল্লিশোর্ধ্ব স্কোর। তারপরও বাজে পারফরম্যান্সের অজুহাতে সমালোচিত হয়েছেন। অনেকে আবার শেষও দেখে ফেলতে শুরু করেছিলেন। সমালোচনার এমন কঠিন সমীকরণকে পাথর চাপা দিতে মরিয়া তামিম টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে উড়ে যান ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কায়। সিরিজের প্রথম ম্যাচটি ছিল লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচ। একই সঙ্গে ম্যাচটি ছিল তামিমের অধিনায়কত্বের অভিষেক ম্যাচও। প্রমাণের ম্যাচে মালিঙ্গার ট্রেডমার্ক ইয়র্কারে বোল্ড হন। গতকালও নুয়ান প্রদীপের ইয়র্কারে ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে যান। প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবের সদস্য হওয়ার সুযোগ ছিল তামিমের। প্রথম ম্যাচে শূন্য, গতকাল ১৯। ব্যর্থ হলেও সিরিজে ৭ হাজারি ক্লাবে নাম লেখানোর সুযোগ রয়েছে এখনো। এ জন্য ৩১ জুলাই খেলতে হবে ১১০ রানের একটি ইনিংস! ২০২ ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম টানা ছয় ম্যাচে বোল্ড হন তামিম। বিশ্বকাপে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়া ম্যাচে বোল্ড হন মিচেল স্টর্কের বলে। এরপর বিশ্বকাপে টানা বোল্ড হন আফগানিস্তান, ভারত ও পাকিস্তান ম্যাচে। এবার পরপর দুই ম্যাচে বোল্ড হলেন শ্রীলঙ্কা সিরিজে। হঠাৎ করেই যেন ছন্দহীন হয়ে পড়েছেন বাঁ হাতি ওপেনার। চলতি বছরে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৭টি। তিন অংকের জাদুকরি কোনো ইনিংস নেই। পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন মাত্র তিনটি। যার দুটি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ এবং স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৭। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচে স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৬২ রানের ইনিংস। সেঞ্চুরি করেন এক বছর আগে বেসেটেরেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৩ রান। সেঞ্চুরি করতে ভুলে যাওয়া তামিম চলতি বছর এখন পর্যন্ত রান করেছেন ১৭ ওয়ানডেতে ৪৪০। চলতি বছর সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। ১৭ ম্যাচে এক সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে রান করেছেন ৭৫৩। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রান ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে ৭৪৬।

সর্বশেষ খবর