সম্ভাবনা ছিল দলের সংখ্যা বাড়ার। ৭ থেকে ৮ করার কথা ছিল। কিন্তু সংখ্যা সাতই রয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে এই ৭ দল নিয়ে। দেশের সবচেয়ে আকর্ষণীয় ও জমজমাট টি-২০ টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত করেছে বিসিবি। পরশু পরিচালনা পর্ষদের সভায় ৬ ডিসেম্বর বিপিএল শুরুর চূড়ান্ত করেছে। দুই বছর পর ফের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিসিবি। ৩ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন দেশি ও বিদেশি তারকারা। ফিকশ্চার চূড়ান্ত না হলেও ফাইনালের সম্ভাব্য তারিখ ১১ জানুয়ারি। বিপিএলের পঞ্চম আসর শুরু হয়েছিল চলতি বছরের ৫ জানুয়ারি। ৮ ফেব্রুয়ারি ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ষষ্ঠ আসরে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস।