বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সুপার কম্পিউটারের সেরা মেসি

সুপার কম্পিউটারের সেরা মেসি

পেলে-ম্যারাডোনা বিতর্কের মতোই মেসি-রোনালদো বিতর্ক এখন সর্বত্র। ফুটবলের বর্তমান দুই সুপারস্টারের মধ্যে কে সেরা! এই প্রশ্নের সমাধান দিল, সুপার কম্পিউটার। বেলজিয়ামের কেইউ লুভেন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী দারুণ এক ফর্মূলা বের করেছে চূড়ান্তভাবে সেরা তারকা নির্ধারণের জন্য। ২০১২-১৩ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের মধ্যে মেসি ও রোনালদোর পরিসংখ্যান কম্পিউটারে দিয়ে হিসাব করেছেন বিজ্ঞানীরা। ভ্যালুইং অ্যাকশন বাই এস্টিমেটিং প্রোবাবিলিটিস (ভিএইপি) স্কোর হিসেব করে মেসি প্রতিটা ম্যাচের জন্য পেয়েছেন ১.২১ পয়েন্ট। রোনালদো প্রতি ম্যাচে পেয়েছেন ০.৬১ পয়েন্ট। অবশ্য প্রথম তিন মৌসুমে নাকি মেসি-রোনালদোর স্কোর খুব কাছাকাছি ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর