শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চিন্তিত নন সাদমান

ক্রীড়া প্রতিবেদক

চিন্তিত নন সাদমান

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান- বাংলাদেশ ক্রিকেট দলের অটোমেটিক চয়েজ। এদের রেখেই স্কোয়াডের অপরাপর ক্রিকেটার নির্বাচন করতে ঘাম ঝরাতে হয় নির্বাচক প্যানেলের। ৫-৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টেস্টটির জন্য আজকালের মধ্যেই স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। তবে দল নিয়ে মধুর সমস্যায় রয়েছেন তারা। বিশেষ করে নতুন বলের জুটি নিয়ে। বিশ্রামের জন্য নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে কে খেলবেন সেটা এখনো ঠিক করেননি মিনহাজুল আবেদীন গং। তবে আরেক পাশে যে বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম খেলবেন, এটা শতভাগ নিশ্চিত। ৩ টেস্ট খেলা সাদমানের সঙ্গী হওয়ার লড়াইয়ে রয়েছেন সৌম্য সরকার, জহুরুল ইসলাম অমি ও ইমরুল কায়েশ। স্কোয়াডে কারা খেলবেন, এটা নিয়ে কোনো ভাবনা নেই ২৪ বছর বয়সী সাদমানের। কিন্তু আফগানিস্তানের স্পিনার নিয়ে আলাদা পরিকল্পনা করেছেন তিনি। তাই বলে বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই বাঁ হাতি ওপেনারের।  বাংলাদেশের উইকেটগুলো বরাবরই ¯িপন সহায়ক। ঘরের মাঠে টাইগাররা এখন পর্যন্ত যে কয়টি সাফল্য পেয়েছে, তার পুরোধায় স্পিনাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটও স্পিননির্ভর। এখানে সর্বশেষ টেস্ট ম্যাচটিও টাইগাররা জিতেছে স্পিন দাপটে। আফগানিস্তানও খেলতে আসছে স্পিননির্ভর দল হয়ে। দলটির স্কোয়াডে রয়েছেন বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানসহ পাঁচ স্পিনার। আফগান স্পিনারদের সাবলীল খেলার জন্য উইকেটে হালকা ঘাস রাখার পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, কাইস আহমেদ ও জিয়াউর রহমানের বিপক্ষে সাফল্য পেতে আলাদা পরিকল্পনা করেছেন সাদমান, ‘আফগানিস্তানকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছি।  কারণ, ওদের স্পিন অ্যাটাক খুব ভালো। সবসময় পেস বোলিং নিয়ে চিন্তা করেছি। এবার স্পিনারদের নিয়ে বাড়তি চিন্তা করেছি। রশিদ, নবীরা বৈচিত্র্যময় বোলিং করেন। তাদের বিপক্ষে ভালো খেলতেই এই পরিকল্পনা।’ আফগান স্পিনারদের নিয়ে পরিকল্পনা করেছেন। কিন্তু বিশ্বসেরা লেগ স্পিনার রশিদকে নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই সাদমানের, ‘রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই আমার। আমাদের দেশে অনেক ভালোমানের স্পিনের বিপক্ষে খেলে থাকি আমরা। আমার মনে হয় না রশিদ খান আমাদের বাড়তি কোনো চাপ দিবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর