মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আফগানিস্তানের ঐতিহাসিক জয়

আফগানিস্তানের ঐতিহাসিক জয়

বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফগানিস্তান। নিজেদের টেস্টের ইতিহাসে প্রথম ম্যাচে তারা

ভারতের কাছে পাত্তাই পায়নি। দ্বিতীয় ম্যাচেই উড়িয়ে দিয়েছিল আয়ারল্যান্ডকে। আর তৃতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে লজ্জায় ডুবাল। দুই ইনিংস মিলে ১১ উইকেট এবং ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন দলের অধিনায়ক রশিদ খান।

এই অর্জনের কৃতিত্ব আমাদের ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফের। এই সফরকে সামনে রেখে আমরা আবুধাবিতে অনেক গরমের মধ্যে ক্যাম্প করেছি। ওই ক্যাম্পই এখানে আমাদের খেলা সহজ করে দিয়েছে। আমরা এখন দল হিসেবে দারুণ খেলেছি। আমাদের দলের তরুণরাও দ্রæত কন্ডিশন ও অন্যান্য সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছে। এমন উইকেটে ব্যাটিং করা খুবই কঠিন। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা তাদের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। এটা ছিল মোহাম্মদ নবির শেষ ম্যাচ। তাই আমরা ম্যাচসেরা পুরস্কারটি তাকেই উৎসর্গ করেছি।

- রশিদ খান

সর্বশেষ খবর