শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাত হাজারি ক্লাবে রুট

ক্রীড়া ডেস্ক

সাত হাজারি ক্লাবে রুট

গতকাল সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হয়েছে ওভালে। সিরিজে সমতা ফেরাতে মরিয়া জো রুটের ইংল্যান্ড ব্যাট করছে টস হেরে। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। অধিনায়ক রুট ব্যাট করছেন ৪২ রানে। ব্যক্তিগত ৩৫ রানের মাথায় ১২ নম্বর ইংলিশ ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক গড়েছেন। ১৪২ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে সব মিলিয়ে ৪৮ নম্বর ক্রিকেটার হিসেবে এই মাইলফলক গড়েন। ২০০ টেস্টে ১৫৯২১ রান করে সবার উপরে ভারতের শচীন টেন্ডুলকার। ইংলিশদের মধ্যে সবার উপরে অ্যালিয়েষ্টার কুক। ১৬১ টেস্টে সাবেক অধিনায়কের রান ১২৪৭২। রুটের রান ৮৬ টেস্টে ৭০০৭*। ওভালে টস হেরে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার ডেনলি ও বার্নস বিচ্ছিন্ন দলীয় ২৭ রানে। এরপর বার্নস ও রুট দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৬ রান। ফাস্ট বোলার প্যাট কামিন্সের বলে মিচেল মার্শের তালুবন্দী হওয়ার আগে সফল ইংলিশ ওপেনার রান করেন ৪০। জশ হ্যাজলওডের বলে সাজঘরে ফেরার আগে ডেনলি রান করেন ১৪।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর