মাঠের চেয়ে বাইরের কার্যক্রমের জন্যই খবরের বেশি শিরোনাম হয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলার আর্তুরো তুরান। গত বছর তুরস্কের এক নাইট ক্লাবে দেশটির গায়ক বার্কে সাহিনের সঙ্গে হাতাহাতি করেন এবং ঘুষি মেরে নাক ভেঙে দেন তুরান। শুধু তাই নয়, আহত সাহিনকে নিয়ে যখন হাসপাতালে যাওয়া হয়, তার পিছু পিছু গিয়ে হাসপাতালে তাকে ও তার স্ত্রীকে উদ্দেশ্য করে ফাঁকা গুলি ছুড়েন তিনি। ওই ঘটনা তোলপাড় করে ফেলে ফুটবলাঙ্গনকে। এমনিতেই মাথা গরম তুরানের। নাইট ক্লাবে মারামারি ও গুলি করার ঘটনাটি তদন্ত করে তুরস্কের আদালত তাকে ২ বছর ৮ মাসের স্থগিতাদেশ কারাদন্ডাদেশ দিয়েছে। তবে এখনই জেল হচ্ছে না তার। আগামী ৫ বছরের মধ্যে ফের যদি এমন ঘটনার জন্ম দেন, তাহলে তাকে কারাবাস করতেই হবে, এমনটি জানিয়েছে আদালত। প্রতিপক্ষে আইনজীবী সাড়ে ১২ বছরের কারাদে র আবেদন করেছিলেন।
এ জন্য তাকে জেলেও যেতে হতে পারে। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে বার্সেলোনার বিপক্ষে কোপা ডেল রে কাপে লাইন্সম্যানের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বুট ছুড়ে মেরেছিলেন। এজন্য তার ক্লাব ইস্তাম্বুল বেসকেটস ৪ লাখ ডলার জরিমানা করেছে তাকে।