মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক মুখে জেমির দুই কথা!

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে হারলেও বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক ছিল না। শেষ মুহূর্তে জীবন গোল মিস না করলে নিশ্চিত ম্যাচটি ড্র হতো। সামনে কঠিন লড়াই বলে ফুটবলপ্রেমীদের ধারণা ছিল কোচ জেমি ডে শিষ্যদের ভুল ত্রুটি শোধরাতে কঠিন অনুশীলনে নামাবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জেমি ডে ফুটবলারদের দুই সপ্তাহ ছুটি দিয়েছেন। নিজেও ছুটি নিয়ে দেশে চলে গেছেন। ম্যানেজমেন্ট কমিটির অনুমতি নিয়েই সবকিছু হয়েছে। কোচের যুক্তি হচ্ছে ছেলেরা ক্লান্ত তাই বেশি চাপ দিলে মাঠে তা প্রভাব পড়বে। অথচ কোচই দুমাস ছুটি কাটিয়ে ফুটবলাদের প্রশিক্ষণে যখন নামাল তখন মিডিয়াকে বলেছিলেন কোনো সমস্যা নেই। ফুটবলাররা ফিট। কারও ভিতর কোনো ক্লান্তি নেই। এক মুখে জেমি দুই ধরনের কথা বলেন কীভাবে? ক্লান্তি যখন নেই তখন আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ খেলেই এতটা ক্লান্ত হয়ে পড়ল যে একেবারে দুই সপ্তাহ ছুটি দিতে হলো। ছুটি মানেই ফুটবল থেকে দূরে থাকা। কোচের কি উচিত ছিল না নিজে ছুটি না নিয়ে তার শিষ্যদের ওয়ার্ম আপে রাখা? ফুটবলাররা লিগ খেলে ক্লান্ত কোনো সন্দেহ নেই। এখানে এক সপ্তাহ ছুটি দিয়ে কোচ যদি ফুটবলারদের ভুল ত্রুটি শোধরাতেন তাহলে কি উপকারে আসত না। ১০ অক্টোবর ঢাকায় এশিয়া চ্যাম্পিয়ন কাতার, ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে। দুটিই শক্তিশালী প্রতিপক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর