বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজির মুখোমুখি রিয়াল

ক্রীড়া ডেস্ক

পিএসজির মুখোমুখি রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোতে পিএসজিকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। সেবার লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছিল অলরেডরা। সময় এখন বদলেছে। রোনালদো রিয়াল ছাড়ার পর লস ব্ল্যাঙ্কোসরা এখন চ্যাম্পিয়ন্স লিগে আর ফেবারিট নয়। গত মৌসুমে আয়াক্সের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল তারা। অবশ্য পিএসজিও গত মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ম্যানসিটির কাছে হেরে। আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে কঠিন প্রতিপক্ষ পিএসজির। নিষেধাজ্ঞার কারণে দলে নেই নেইমার। নেই এমবাপ্পে ও কাভানি। অবশ্য জিনেদিন জিদানের দলও খুব একটা ভালো অবস্থানে নেই। প্যারিসে পিএসজির সঙ্গে কঠিন একটা লড়াই হবে বেনজেমাদের। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে গত বছরের রানার্সআপ টটেনহ্যাম। তাদের প্রতিপক্ষ গ্রিক ক্লাব অলিম্পিয়াকস। ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস আজ খেলতে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এছাড়াও বায়ার্ন মিউনিখ সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড ও ম্যানসিটি ইউক্রেনিয়ান ক্লাব শাখতারের মুখোমুখি হবে।

আজকের খেলা

পিএসজি-রিয়াল মাদ্রিদ

বায়ার্ন-রেড স্টার

অ্যাটলেটিকো-জুভেন্টাস

শাখতার-ম্যানসিটি

অলিম্পিয়াকস-টটেনহ্যাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর