গতবার দুর্ভাগ্যক্রমে শিরোপা জিততে পারেনি জাফর ইকবালরা। হেড টু হেডের ফাঁদে পড়ে রানার্সআপ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। চ্যাম্পিয়ন হয় নেপাল। সাফ জুনিয়র ফুটবলে এবার দারুণ শুরু করেছে বাংলাদেশ। গতকাল কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। প্রথম মিনিটের তানভির হোসেনের হেডে বাংলাদেশ এগিয়ে যায়। প্রথমার্ধে আর গোল হয়নি। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম মোর্শেদ। ১০ মিনিট পর ফাহিম আবারও জালে বল পাঠালে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। ২০১৭ সালে প্রথম ম্যাচে ৩ গোলে পিছিয়ে থেকেও ভারতকে পরাজিত করেছিল ৪-৩ ব্যবধানে। আগামীকাল বাংলাদেশের যুবারা ভারতের মুখোমুখি হবে। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে যুবারা।